ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর কারবালা মোড়ে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে মো. হেলাল হোসেন (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

হেলাল জেলার লালপুর উপজেলার গোপালপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বড়াইগ্রাম শাখার ক্যাশিয়ার ছিলেন।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, বিকেলে নাটোর থেকে দু’জন আরোহী দু’টি মোটরসাইকেল নিয়ে আহম্মেদপুরের দিকে যাচ্ছিলেন। এসময় সামনের আরোহীকে পেছনের আরোহী ধাক্কা দিলে হেলালসহ উভয়ই আহত হন।  

তা‍ৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় আমেনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে হেলালের অবস্থার অবনতি হলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
 
কৃষি উন্নয়ন ব্যাংক বড়াইগ্রাম শাখার ব্যবস্থাপক মো. খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, হেলাল আজ ছুটি নিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য নাটোর পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।