ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় মাদকবিক্রেতাসহ আটক ৯৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
খুলনায় মাদকবিক্রেতাসহ আটক ৯৬

খুলনা: খুলনা জেলা ও মহানগর পুলিশের বিশেষ অভিযানে মাদকবিক্রেতাসহ ৯৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বাংলানিউজকে বলেন, খুলনার নয়টি থানার বিভিন্নস্থানে ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে নয় মাদকবিক্রেতাসহ মোট ৫৯ জন আসামিকে আটক করা হয়েছে।

আটকদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মোট আটটি মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।
 
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, মহানগরের আট থানায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ১৪ জন মাদকবিক্রেতাসহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও এক কেজি ৯১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।