ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২ নিহতদের মরদেহ। ছবি-বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা নামক স্থানে বাস খাদে পড়ে বেসিক ব্যাংকের এক কর্মকর্তাসহ দু'জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোপালগঞ্জের সুলতানশাই গ্রামের আব্দুল মাজেদ মোল্লার ছেলে বেসিক ব্যাংকের ক্যাশ অফিসার নুরুল ইসলাম ও কোটালীপাড়ার শহিদ মোল্লার স্ত্রী মোমেনা বেগম (২৬)।

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সকালে একটি বাস গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল। পথে খেলনা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নুরুল ও মোমেনা নামে বাসের দুই যাত্রী নিহত হন। এসময় আহত হন অন্তত ১০ যাত্রী।  খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
আহতরা জানিয়েছেন, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলায় এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।