ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
টেকনাফে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার উদ্ধার হওয়া ইয়াবার ট্যাবলেট।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৫ ফেব্রুযারি) ভোর ৫টার দিকে এ অভিযান চালানো হয়।

টেকনাফ-২র’ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদু জামান চৌধুরী বাংলানিউজকে জানান, হোয়াইক্যং ইউনিয়নের জাফরের লবণ মাঠ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড় একটি চালান আসবে।

এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় একদল লোক সন্দেহজনকভাবে একটি বস্তা নিয়ে আসার সময় বিজিবি সদস্যরা তাদের থামার জন্য বললে তারা বস্তাটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।