ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ জবির ৩ শিক্ষার্থী আটক

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
ইয়াবাসহ জবির ৩ শিক্ষার্থী আটক বাঁ থেকে আসাদুজ্জামান রুবেল, শাহরিয়ার রহমান শান্ত ও নিক্সন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): রাজধানীর গেন্ডারিয়া থেকে ইয়াবাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের নিক্সন ও নবম ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের আসাদুজ্জামান রুবেল এবং প্রেমঘটিত বিরোধের জেরে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শাহরিয়ার রহমান শান্ত (আইডি নং: বি-১৭০৩০২০৪৬)।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, গেন্ডারিয়া এলাকা থেকে জবির তিন শিক্ষার্থী শান্ত, নিক্সন ও রুবেলকে টহল পুলিশ আটক করে। এ সময় নিক্সনের কাছ থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিক্সন ও শান্ত দুজনই ইয়াবার সঙ্গে সম্পৃক্ত। ইয়াবার সঙ্গে সম্পৃক্ত না থাকায় আটক রুবেলের বাবা-মাকে ডেকে এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং দুই জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি জলিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, আমি বিষয়টি জেনেছি, পুলিশকে বলেছি আইনানুগ ব্যবস্তা নিতে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
কেডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।