ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় নসিমন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
মাগুরায় নসিমন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

মাগুরা: মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় নসিমন থেকে পড়ে আসাদুল ইসলাম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন রসুল (২২) নামে অপর এক শ্রমিক।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে মাগুরা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে করে ১০ জন নির্মাণ শ্রমিক মাগুরা থেকে কামারখালির দিকে যাচ্ছিলেন। পথে বেলনগর এলাকায় নসিমনটি ব্রেক করলে আসাদুল ও রসুল নামে দুই শ্রমিক ছিঁটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।