ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিক কানাডা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিক কানাডা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে কানাডার বিশেষ দূত বব রে’র বৈঠক

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে রয়েছে কানাডা। রোহিঙ্গা সংকটে দেশটির প্রচেষ্টা আন্তরিক।

রোহিঙ্গা সংকট বিষয়ক কানাডার বিশেষ দূত বব রে’র সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী কানাডার বিশেষ দূতের কাছে রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কানাডা সরকারের বিশেষ দূতের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে।  

কানাডা রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

গত শনিবার (২ ফেব্রুয়ারি) পাঁচদিনের সফরে বাংলাদেশে আসেন রোহিঙ্গা সংকট বিষয়ক কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।