ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের কর্মচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের কর্মচারীর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন হোসেন (৩৫) নামে এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামের মৎস্য ঘেরে এ দুঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ওই গ্রামের লোকমান হোসেনের মাছের ঘেরে কর্মচারীর কাজ করতেন খোকন।

সকালে মাছ ধরতে যাওয়ার সময় বেড়িবাঁধের ওপর বিদ্যুতের তারে অসাবধানতায় জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।