ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
সিলেটে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৫ সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের কুরুয়ায় কাভার্ডভ্যান-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে যাত্রী-চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- মৌলভীবাজারের বিকামুড়া গ্রামের শারমীন আক্তার (৩৪), শেখ আবু বকর (৫০), কায়ছার আহমদ (১৮), বাবলু মিয়া (২১) ও মৌলভীবাজার জেলার জামিল হোসেন (২৭)।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের কুরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়।  এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কাভার্ডভ্যানটি উল্টে যায়। দুর্ঘটনায় প্রাইভেটকার চালক চালকসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
 
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বাংলানিউজকে বলেন, সিলেটগামী প্রাইভেটকার (সিলেট ন ১১-১৭৪৮) ঢাকাগামী কাভার্ডভ্যানের(সিলেট গ ১১-০৩৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালক-যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।

হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি উদ্ধার করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।