ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অর্থ আত্মসাতের অভিযোগে সালাউদ্দীনকে দুদকের নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
অর্থ আত্মসাতের অভিযোগে সালাউদ্দীনকে দুদকের নোটিশ কাজী সালাউদ্দিন

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্তদের তালিকায় আছেন বাফুফের নির্বাহী সদস্য ও মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং প্রধান হিসাব কর্মকর্তা আবু হোসেন।
 
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুদকের উপ-পরিচালক নাসিরউদ্দিন নোটিশ পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ সোহাগ।

নোটিশ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে সালাউদ্দিন ও আবু হোসেনের নিজ নিজ আয়-ব্যয়ের হিসাব, বাফুফের খরচ, আয়, ব্যাংক হিসাব দুদকে জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।