ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বস্তিবাসীর আবাসনের ব্যবস্থা করা হবে: গণপূর্তমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বস্তিবাসীর আবাসনের ব্যবস্থা করা হবে: গণপূর্তমন্ত্রী রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

ঢাকা: বস্তিবাসীদের আবাসনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে কোনো সরকারের আমলে এ ব্যবস্থা করা হয়নি। দেশে কোনো ভাসমান মানুষ থাকবে না। শহরে বা গ্রামের রাস্তায় কোনো মানুষ ঘুমাবে না। আমরা সবার আবাসন ব্যবস্থা নিশ্চিত করবো।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম একথা বলেন।
 
মন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার আবাসন।

শহরের নাগরিক সুবিধা গ্রামে পৌঁছে দেওয়া আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল। সে যে অঙ্গীকার বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও আমার মন্ত্রণালয় কাজ করছে।
 
‘নগরীর সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। গ্রামে এমন একটি বিপণি বিতান হবে, সেখানে সব থাকবে। একটি দোকানে সব পাওয়া যাবে। গ্রামবাসীদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। ’ 

মন্ত্রী আরও বলেন, আমি নিজেকে ক্ষমতাবান মনে করি না। দায়িত্বপ্রাপ্ত মনে করি। দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে। বাংলাদেশের আবাসন প্রকল্পে ব্যাপক পরিবর্তন আনতে চাই। সিঙ্গাপুরের মানুষ পারলে আমরা কেনো পারবো না। উত্তরা, ঝিলমিল, পূর্বাচল প্রকল্প আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। যদি কারো গাফিলতি দেখি, তাদের সেই দায়িত্ব নিতে হবে।
 
‘ব্যর্থতা শুধু ঠিকাদারদের নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও। কোনো ঠুনকো অজুহাতে যেনো কাজ থেমে না থাকে। আমি সংশ্লিষ্ট প্রজেক্টের ঠিকাদারদের দেখতে পাইনি। আজ উত্তরা রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের কিছু কাজে সন্তুষ্ট হতে পারিনি। দ্রুত প্রজেক্টের কাজ চালিয়ে যেতে হবে।
  
এসময় উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ওয়াসার এমডি তাসকিন এ খান, রাজুক চেয়ারম্যান মো. আব্দুর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমএমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।