ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে শিক্ষার্থীকে বখাটের পেটানোর প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বরিশালে শিক্ষার্থীকে বখাটের পেটানোর প্রতিবাদে মানববন্ধন বরিশালে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে কলেজ শিক্ষার্থীর উপর বাখাটের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঐ শিক্ষার্থীর সহপাঠিরা। হামলার শিকার আশা রাণী দাস বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারী) নগরের হাসপাতাল রোডে বরিশাল অমৃত লাল দে কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার (০৪ ফেব্রুয়ারী) সকালে নগরের প্রাণ কেন্দ্র চক বাজার এলাকায় আশা রাণী দাসকে প্রকাশ্যে পিটিয়ে আহত করে সোহাগ নামের এক বখাটে।

ঘটনার পর পরই স্থানীয় জনতা নগরের পলাশপুর এলাকার বাসিন্দা বখাটে সোহাগকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষক বিকাশ কুমার হালদার জানান, সোহাগ দীর্ঘদিন ধরেই আশা রাণীকে উত্তক্ত করে আসছিলো। এজন্য ইতিপূর্বেও দু’বার ওই বখাটেকে পুলিশ আটক করেছিল।

তিনি বলেন, সোমবার কলেজে অনুষ্ঠান ছিল। এজন্য আশা রাণী স্কাউটের ড্রেস পরে তার বাসা থেকে কলেজের উদ্দেশ্যে আসছিলো। তখন বখাটে সোহাগ তার গতিরোধ করে প্রকাশ্যে বাইসাইকেলের তালা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে।

এসময় হামলার শিকার আশা রাণী দাস জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেয়। তাছাড়া ঘটনাস্থল হতে বখাটে সোহাগকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারা।

এ ব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, সোহাগ নামের বখাটের বিরুদ্ধে কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে। তবে যতটুকু বোঝা যাচ্ছে, ওই বখাটের মানসিক সমস্যা রয়েছে। তার পরেও আমরা ওকে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমএস/এইচএমএস /এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।