ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুসিকে ৫০ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
কুসিকে ৫০ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: দ্বিতীয় রাউন্ডে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) অধীনে ২৭ ওয়ার্ডে ৫০ হাজার ২২৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৯ ফেব্রুয়ারি (শনিবার) বিভিন্ন বয়সের শিশুদের এ ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেয়র মনিরুল হক সাক্কু।

এসময় কুসিকের নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, সচিব হেলাল উদ্দিন ও কুমিল্লা সদর হাসপাতালের ডা. সোমেন রায় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার কুমিল্লা মহানগরের ২৭ ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আইইউ) খাওয়ানো হবে।

৬ মাস থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৬৬০ শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪২ হাজার ৫৬৭ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ার লক্ষ্য রয়েছে।

মোট ১৫৬টি কেন্দ্রের (স্থায়ী কেন্দ্র ১৪৫টি, ভ্রাম্যমাণ কেন্দ্র ১১টি) মাধ্যমে এ ক্যাম্পেইন চলবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে দু’জন স্বেচ্ছাসেবক ও প্রতি ওয়ার্ডে দু’জন করে সুপারভাইজার থাকবেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।