ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় বেসরকারি হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
আগৈলঝাড়ায় বেসরকারি হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ

বরিশাল: চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বেসরকারি ‘দুস্থ মানবতার হাসপাতালে’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস হাসপাতালটিতে অভিযান চালিয়ে এ বন্ধের নির্দেশ দেন।

বিপুল চন্দ্র দাস বলেন, চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু ও বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় উপজেলার ফুল্লশ্রী বাইপাস এলাকায় অবস্থিত বেসরকারি দুস্থ মানবতার হাসাপতালে অভিযান চালানো হয়।

অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তা দেখাতে পারেননি। তাই সাময়িকভাবে হাসপাতালটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিকেল ৪ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ বেশকিছু কাগজপত্র দেখিয়েছে। যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহায়তায় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে পুনরায় হাসপাতালটি পরিদর্শন করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর শুকলাল সিকদার উপস্থিত ছিলেন।  

একইদিন উপজেলা সদরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ (৪) ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।