মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আহতদের দেখতে ঢামেক হাসপাতালে আসেন তিনি। পরে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- মুন্না মিয়া (২৫) মির্জা মোহাম্মদ সাইফুদ্দিন সৈকত (২৭) ও নিজাম মিয়া (২২)।
নিজামের বড় ভাই আমির হোসেন জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। বর্তমানে নরসিংদির মাধবদীতে থাকেন এবং সেখানে একটি প্রিন্টিংয়ের কাজ করে। তিনি চট্রগ্রাম বড় বোন আখিনুরের বাসায় গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।
এর আগে সোমবার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে কসবা উপজেলার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার (বিকেল সাড়ে ৪টা) ১৬ জন নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এজেডএস/এএটি