মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সাজেক ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের হেডম্যান, কার্বারী এবং ব্যবসায়ীদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাঘাইহাট-বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল আইজ বাংলানিউজকে জানান, সাজেক ইউনিয়নের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বাজার ছিল বাঘাইহাট-বাজার।
বৈঠকে সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন), বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞানো জোতি চাকমা, রুপকারী ইউপি চেয়ারম্যান শ্যামল চাকমাসহ বিভিন্ন ইউনিয়নের হেডম্যান-কারবারিরা এবং বাঘাইহাট-বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. মো. নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাজার এলাকায় পাহাড়ি-বাঙ্গালি সব সম্প্রদায় মিলে একটি আনন্দ মিছিল বের করা হয়।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমআরএ/এসআরএস