ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ বছরের অবসান, চালু হচ্ছে ‘বাঘাইহাট-বাজার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
১০ বছরের অবসান, চালু হচ্ছে ‘বাঘাইহাট-বাজার’

রাঙামাটি: দীর্ঘ দশ বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘বাঘাইহাট-বাজার’।

মঙ্গলবার (১২ নভেম্বর)  দুপুরে সাজেক ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের হেডম্যান, কার্বারী এবং ব্যবসায়ীদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাঘাইহাট-বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল আইজ বাংলানিউজকে জানান, সাজেক ইউনিয়নের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বাজার ছিল বাঘাইহাট-বাজার।

দীর্ঘ দশ বছর স্থানীয় নানা সমস্যা ও জটিলতার কারণে বাজারটি বন্ধ ছিল। বাজারটি বন্ধ থাকায় স্থানীয় পাহাড়ি-বাঙাল  জনগোষ্ঠির লোকজন নানান সংকটে পড়েন। অবশেষে মঙ্গলবার এক সভার মাধ্যমে পাহাড়ি-বাঙালি সব ভেদা-ভেদ ভুলে আগামী ১৭ নভেম্বর (রোববার) বাজারটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন), বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞানো জোতি চাকমা, রুপকারী ইউপি চেয়ারম্যান শ্যামল চাকমাসহ বিভিন্ন ইউনিয়নের হেডম্যান-কারবারিরা এবং বাঘাইহাট-বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. মো. নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাজার এলাকায় পাহাড়ি-বাঙ্গালি সব সম্প্রদায় মিলে একটি আনন্দ মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।