মঙ্গলবার (১২ নভেম্বর) বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, আমরা নিজেরা যদি আইন না মানি, তবে অন্যকে কিভাবে মানাবো! তাই সবার আগে নিজেকে পূর্ণাঙ্গভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে হবে এবং জনগণের সেবা দিতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, দুষ্ট আত্মা নিয়ে জনসেবা হয় না। কোনো কারণে ইউনিফর্ম গায়ে চড়াতে না পারলে বোঝা যায়, এর মূল্য কতো! আমাদের এমন কোনো কাজ করা যাবে না, যার কারণে গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়।
সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমএস/এইচএমএস/এসআরএস