বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় আমড়াখালী চেকপোস্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
রবিউল ইসলাম যশোর আর এন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে মাহেন্দ্র গাড়িকে করে এক যুবক যশোর থেকে বেনাপোল সীমান্তে আসে। এসময় সন্দেহ হওয়ায় আমড়াখালী চেকপোস্টের বিজিবি তাকে আটক করে দেহ তল্লাশি করলে প্যান্টের বেল্টের মধ্যে অভিনব কায়দায় রাখা ৮টি স্বর্ণের বার উদ্ধার করে।
আমড়াখালী বিজিবি চেকপোস্টের হাবিলদার শফিউদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক স্বর্ণ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
আরএ