ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে দুস্থদের মধ্যে জাকাতের চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
বাগেরহাটে দুস্থদের মধ্যে জাকাতের চেক বিতরণ জাকাতের চেক বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে দুস্থদের মধ্যে জাকাতের চেক ও ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।  

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।  

ইসলামিক ফাউন্ডেশন, বাগেরহাটের উপ-পরিচালক আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের মাধ্যমে ৬৩ জন দুস্থকে ৩ লাখ ৬৭ হাজার ৯৪৪ টাকা এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ৬৩ জন সদস্যকে ৩ লাখ ১৫ হাজার টাকা সহযোগিতা করা হয়।  

এছাড়া ১৮ জন ইমাম মুয়াজ্জিনকে ২ লাখ ১৬ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়।  

বক্তারা বলেন, জাকাত সম্পদকে পবিত্র করে। জাকাত সমাজে ধনী-দরিদ্রদের দুরত্ব কমায়। এসময় তিনি যারা জাকাত দেন তাদের সবাইকে ধন্যবাদ দেন এবং অন্যদের জাকাত দিতে উৎসাহ দেওয়ার অনুরোধ করেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা,  নভেম্বর ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।