বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের বান্দরোডস্থ হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বল রুমে আয়োজিত সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান ২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বরিশালে এখন ২২ লাখ করদাতা রয়েছেন।
তিনি বলেন, অনেকে কর দেওয়ার সময় যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ইসলাম তা সমর্থন করে না। তাই সঠিকভাবে সবার কর দেওয়া উচিত।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন যদি আমরা নিজেদের অর্থাৎ দেশের টাকা দিয়ে করতে পারি তাহলে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। বিশ্বব্যাংক বা অন্য কোনো জায়গা থেকে সহায়তা নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করলে তা পারবো না।
তিনি আরও বলেন, আসুন সবাই মিলে কর দেই, দেশের উন্নয়নে ২০২১ ও ২০৪১ সালের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সবাই মিলে কাজ করি। যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে প্রচেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন তা অর্জন করতে পারবো।
বরিশাল অঞ্চলের কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকন, যুগ্ম কর কমিশনার মো. লুৎফর রহমান, উপ কর কমিশনার আনন্দ কুমার সাহা, সহকারী কর কমিশনার এস এম গাউস ই নাজ, মো. মনজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকন।
বক্তব্যের পর বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় পৃথক চারটি ক্যাটাগরিতে ৪৯ জনকে সম্মাননা স্মারক, সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমএস/এফএম