ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার মৃত আব্দুল মতিনের ছেলে হোসেন আলী (৪২)।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বাংলানিউজকে জানান, ২০১৭ সালের ১৯ আগস্ট জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ ঘটনায় তৎকালীন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে দুইজনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম ২০১৭ সালের ২৪ নভেম্বর হোসেন আলীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল দেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে আদালতের বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।