ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী দুইজনের বিবাহ দিলো প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
পটুয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী দুইজনের বিবাহ দিলো প্রশাসন

পটুয়াখালী: পটুয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী দুইজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পটুয়াখালী ক্লাবে নবদম্পতি বিবাহোত্তর সংবর্ধনা ও ভোজের আয়োজন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

অনুষ্ঠানে আসা অতিথিদের খাবার পরিবেশন ও কুশল বিনিময় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা এর আগে বর কনের সঙ্গে ছবিও তোলেন।

বর পটুয়াখালী পৌরসভা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ছিদ্দিক তালুকদার, কনে সদর উপজেলা বহলগাছিয়া গ্রামের ফাতিমা বেগম।

নবদম্পতির পরিবার জানায়, এই বিবাহে তারা অত্যন্ত খুশি। বর ও কনের পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।