বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে রাজশাহীতে টেন্ডারবাজি বন্ধে ওই হুঁশিয়ারি জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ওই পোস্টে শাহরিয়ার আলম লেখেন, ‘রাজশাহীতে টেন্ডারবাজি বন্ধ হতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর তাতে সমর্থন জানিয়ে আরেক পোস্টে সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা লেখেন, ‘মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বক্তব্য রেখেছেন এটা সর্মথন ও সঠিক মনে করি। তিনি প্রচেষ্টা নিলে পরিস্থির পরিবর্তন সম্ভব বলে মনে করি। আমি সর্বাত্মক সহায়তার জন্য প্রস্তুত। ’
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এসন নিয়ে গতকাল বুধবার (১৩ নভেম্বর) দুপুরেও মহানগরী বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক সুজন আলীর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারা যান যুবলীগ কর্মী সানোয়ার হোসেন রাসেল।
টেন্ডারবাজি নিয়ে এসব বিরোধ প্রসঙ্গেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এদিকে রাসেল হত্যাকাণ্ডের ঘটনায় এরই মাঝে ১৭ জনের নাম উল্লেখ করে হত্যামামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই মনোয়ার হোসেন রনি বাদী হয়ে চন্দ্রিমা থানায় এ মামলা করেছেন।
এ ঘটনায় বুধবার রাতভর অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের হত্যামামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলের মধ্যেই আদালতে পাঠানোর কথা রয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন জানাবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৯
এসএস/এইচজে