বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মাধ্যমে হালকা প্রকৌশল শিল্পখাতে সহায়তা প্রদান বিষয়ক সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিটাকের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইএটি বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক।
কামাল আহমেদ মজুমদার বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন সব শিল্পনগরী ও পার্কের পরিষেবা ও অবকাঠামো সংক্রান্ত সব কাজ শতভাগ সম্পন্ন করার পর প্লট বরাদ্দ দিতে হবে। একই সঙ্গে মন্ত্রণালয়ে যেকোনো ডেস্কে ৩০ মিনিট এবং মাঠ পর্যায়ে সাত দিনের মধ্যে ফাইল নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী এসময় পরিবেশবান্ধব শিল্প স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আগামী প্রজন্মের কথাও আমাদের বিবেচনায় রাখতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় ড. ইহসানুল করিম বলেন, শিল্পখাতের সম্প্রসারনের সঙ্গে বিভিন্ন ধরনের ক্ষুদ্র যন্ত্রাংশের চাহিদাও ব্যাপক হারে বাড়ে। বর্তমানে বিশ্বে হালকা প্রকৌশল যন্ত্রপাতির প্রায় সাত ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে। এই বিশাল বাজারে একটি শক্তিশালী অবস্থানে যাওয়ার সক্ষমতা অর্জনে সারা দেশের হালকা প্রকৌশল শিল্পগুলোকে বিটাক উচ্চ প্রযুক্তির ও মানসম্পন্ন সহায়তা দেবে। টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে হিট ট্রিটমেন্ট, সিএনসি, ফিজিক্যাল ভ্যাপার কোটিং মেশিন, কোর্অডিনেট মেজারিং মেশিন ইত্যাদি সেবা কমন ফ্যাসিলিটি আকারে সব হালকা প্রকৌশল শিল্প প্রতিষ্ঠানকে দেওয়া হবে।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে সারাদেশে ৫০ হাজার হালকা প্রকৌশল শিল্প রয়েছে। তিনি বিশ্ববাজারে বাংলাদেশে তৈরি মানসম্পন্ন হাল্কা প্রকৌশল পণ্য পৌঁছে দিতে পুঁজি, প্রযুক্তি, প্রশিক্ষণ, প্রণোদনা ও নীতিগত বিষয়ে সরকারের সহায়তা কামনা করেন।
বুয়েটের অধ্যাপক ড. মামুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাতে বিনিয়োগ করার জন্য শিল্পকারখানার মালিকদের প্রতি আহ্বান জানান।
ড. মো. মফিজুর রহমান বলেন, সমগ্র শিল্পখাতে হালকা প্রকৌশল যন্ত্রপাতি শিল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে একে মাদার অব অল ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। তিনি উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় বিটাকের প্রশিক্ষণে শ্রমিক, কারিগরদের না পাঠানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান।
সেমিনারে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন হালকা প্রকৌশল শিল্পোদ্যোক্তা আশরাফ ইবনে নূর। সেমিনারে বিটাকের সাথে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর আগে, শিল্প প্রতিমন্ত্রী সেমিনার উপলক্ষে আয়োজিত হালকা প্রকৌশল শিল্পের একটি প্রদর্শনী ঘুরে দেখেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘন্টা, নভেম্বর ১৪-২০১৯।
জিসিজি/এফএম