বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামসুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মোসলেম হাওলাদার পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সন্দেশদি গ্রামের রুস্তুম আলী হাওলাদারের ছেলে ও রহিমা বেগম ওই জেলার সদর উপজেলার শিমুলবাগ গ্রামের আবুল কালাম হাওলাদারের স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ৮ জানুয়ারি ট্রাফিক পুলিশের উদ্যোগে অবৈধ যানবাহন ধরার অভিযানকালে ওই দুই মাদক কারবারি একটি অটোতে করে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের বলেশ্বর ব্রিজের পূর্ব পাড়ে বসে তাদের আটক করা হয়। এসময় আটক মোসলেম হাওলাদারের কাছ থেকে ৪০ বোতল ও রহিমা বেগমের কাছ থেকে ২০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন ট্রাফিক পুলিশের সার্জেন্ট পলাশ চন্দ্র সাহা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা কলেন সহকারী কৌঁসুলি জহিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এনটি