ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৌদিতে নারীকর্মী পাঠানো বন্ধের সিদ্ধান্ত হয়নি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
সৌদিতে নারীকর্মী পাঠানো বন্ধের সিদ্ধান্ত হয়নি

ঢাকা: সৌদি আরবে নারীকর্মী পাঠানো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া সৌদি আরবে নির্যাতনের শিকার হওয়া নারীরা অভিযোগ করেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সৌদি আরবে নারীকর্মী পাঠানো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে আছি।

তিনি বলেন, সৌদি আরবে ২ লাখ ৭০ হাজার বাংলাদেশি নারী কর্মরত রয়েছেন। এর মধ্যে ৮ হাজার নারী ফিরে এসেছেন। আর ৫৩ জন নারীকর্মীর মরদেহ দেশে এসেছে। তবে তাদের মধ্যে কে কে আত্মহত্যা করেছেন তা আমরা জানি না।

ড. মোমেন বলেন, সৌদি আরবে নারীকর্মীদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন খোলা রয়েছে। তারা যে কোনো সময় অভিযোগ জানাতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে নারীরা যাক, সেটা রিক্রুটিং এজেন্সি চায় না। কেননা নারীরা গেলে তাদের মাধ্যমেই নিকটাত্মীয়রা সৌদি আরব যেতে পারেন। এর ফলে রিক্রুটিং এজেন্সির ব্যবসা হয় না। তাই তারা নারীদের যাওয়ার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।