বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মোহাম্মদ জসিমের ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
শিউলী খাতুন নীলফামারী জেলার সদর থানা এলাকার মিটতিবাড়ি বাড়ির গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
সাইফুল ইসলাম নীলফামারী জেলার সদর থানা এলাকার মিটতি বাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে স্ত্রীকে নিয়ে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার জসিমে বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে তার পোশাক শ্রমিক স্বামী সাইফুল ইসলাম পলাতক থাকায় মৃত্যুর ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এনটি