বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। মীম শেরেবাংলা নগরে পূর্ব রাজাবাজার এলাকার একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
পরিবারের দাবি, মীম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, আমার বাবা আতাউর রহমান প্রবাসে থাকেন। মা রোকেয়াসহ এক বোন নিয়ে আমি পূর্ব রাজাবাজার এলাকার একটি বাসায় থাকি। মীম স্থানীয় নাজনীন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। কী কারণে সে আত্মহত্যা করেছে, তা জানি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এজেডএস/এফএম