বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর উপজেলার কালিজুরী এলাকার মুড়াপাড়া রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, মুড়াপাড়া রেললাইনের ওপর দিয়ে মাটিবোঝাই ট্রাক অতিক্রমকালে সেটি উল্টে যায়।
হাজারো যাত্রীর প্রাণ বাচাঁনো কামরুল হাসান, রাশেদুল হাসান ও রিপন বাংলানিউজকে বলেন, আমরা যখনই দেখতে পেলাম মাটিবোঝাই একটি ট্রাক রেললাইনের ওপর আটকে উল্টে গেছে। তখনি ট্রেনটি আসতে দেখে আমরা তিনজন শার্ট ও টি-শার্ট খুলে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে ট্রেনটিকে সিগন্যাল দেই। ট্রেনটি আমাদের সিগন্যাল পেয়ে গতি কমিয়ে থেমে যায়। সেসঙ্গে বড় দুঘর্টনা থেকে রক্ষা পেলো যাত্রীরা।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মফিজের মোবাইলফোনে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এএটি