শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে মেহেরপুর জেলার শ্রমিকরা সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, এই আইনের আওতায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁচার আশা করা আমাদের পক্ষে সম্ভব নয়।
এদিকে, সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। অনেকে অবৈধ যান আলগামন, ইজিবাইকে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। শুধু ভোগান্তি নয় দুশ্চিন্তায় পড়েছেন জেলার সবজি চাষিরাও। কারণ প্রতিদিনই প্রায় শতাধিক ট্রাক মেহেরপুর থেকে বিভিন্ন ধরনের সবজি নিয়ে ঢাকা, চিটাগাং, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যায়।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এনটি