ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শার্শা-বেনাপোলে ৪ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
শার্শা-বেনাপোলে ৪ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা  ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার নাভারণ ও বেনাপোল বাজারে ৪ পেঁয়াজ ব্যবসায়ীকে ২২ হাজার  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলার বেনাপোল ও নাভারন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বাংলানিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মধ্যেমে অনেক বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে।

 

পাইকারি ব্যবসায়ীরা  ১৩০- ১৫০ টাকায়  পেঁয়াজ কিনে খুচরা ২০০-২৩০ টাকায় বিক্রি করছে। ভোক্তারা এসব অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে। অধিকাংশ ব্যবসায়ী ক্রয়কৃত পণ্যের মূল্য তালিকা দেখাতে ব্যর্থ এবং পণ্যের মূল্য প্রদর্শন না করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় নাভারণ ও বেনাপোল বাজারস্থ চারটি পাইকারি দোকানদারকে ভোক্তা-অধিকার আইনে ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শার্শা উপজেলার বিভিন্ন বাজারের নিত্যদিনের পণ্যের ওপর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের
অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।