শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সিলেটের পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব উদযাপিত হয়। উৎসব চলে একটানা রাত ৮টা পর্যন্ত।
উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে নবান্নের শুভেচ্ছা জ্ঞাপন করেন মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ ও বৃষ্টি রাজ ঋতু।
এদিন সাংস্কৃতিক পরিবেশনায় ছিল জেলা শিল্পকলা একাডেমির শিশু ও সাধারণ বিভাগ, নবারুণ শিল্পীগোষ্ঠী, মৃত্তিকায় মহাকাল, সারেগামাপা। এছাড়াও ছিল ছন্দ নৃত্যালয় সিলেটের দলীয় পরিবেশনা।
অনুষ্ঠানে বাউল ও লোকগান পরিবেশন করেন বাউল সূর্য্যলাল দাশ, অর্ণিষা দাশ, সুমাইয়া ইসলাম, পল্লবী দাস, অর্পিতা তালুকদার। একক নৃত্য পরিবেশন করেন মিথিল চৌধুরী।
নবান্ন উৎসবের সব পরিবেশনা দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
আরকেআর/একে