ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
মেহেরপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

মেহেরপুর: নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তনের দাবিতে মেহেরপুরে ডাকা বাস ধর্মঘট প্রায় ২০ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। 

জেলা পুলিশের হস্তক্ষেপে শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সব রুটের বাস চলাচল শুরু হয়েছে।  

এর আগে, শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন চালকরা।



মেহেরপুরের বাসচালক শ্রমিকদের দাবি, মোটরযান চালকদের পাশাপাশি ইজিবাইক, আলগামন, করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত সব যানবাহনের চালকদেরও নতুন আইনের আওতায় আনা হোক।

এসময় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ১৫ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হওয়ায় আতঙ্কিত হয়েই বাস চালাননি চালকরা। তবে সকাল থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

​** নতুন সড়ক আইন পরিবর্তনের দাবি, মেহেরপুরে বাস চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।