শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন বাস চালকরা।
এতে করে ওই পথে চলাচল করা যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।
বাস চালকরা বাংলানিউজকে জানান, যেকোনো দুর্ঘটনা চালকদের ইচ্ছাকৃত নয়। কোনো কারণে একটি দুর্ঘটনা ঘটলেই তাতে কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদণ্ড ও আহত হলে পাঁচ লাখ টাকা দিতে হবে। এতো টাকা দেওয়ার সামর্থ বাস চালকদের নেই আর জেলখানায়ও যেতে চাননা তারা। তাই নতুন এ আইন পরিবর্তনের দাবিতে নিজেরাই (বাসচালক) অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এসআরএস