শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বন্ধুদের এমন উপহার দেওয়ায় ঘটনাটি শহরে রীতিমতো বেশ সাড়া ফেলেছে।
বৌভাত অনুষ্ঠানে অতিথিদের সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের এক নম্বর বাবুরাইল এলাকার মোহাম্মদ পিয়াস ও ফতুল্লা বক্তাবলী এলাকার কনে খাদিজা কাবিননামা ও বিবাহ গত বছর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুরে ওই কমিউনিটি সেন্টারে পিয়াস-খাদিজা বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত বর-কনের হাতে উপহার হিসেবে পেঁয়াজের প্যাকেট তুলে দেন বরের বন্ধু সুমন, হৃদয়, শান্ত, ইমরান, সাব্বির। এ সময় অনুষ্ঠানে সবার মধ্যে পেঁয়াজ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়। পেঁয়াজ উপহার পেয়ে হাস্যজ্জলে মতে ওঠে নবদম্পতি।
পেঁয়াজ উপহার দিয়ে সুমন ও হৃদয় জানান, সারাদেশে পেঁয়াজ দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরিবারের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এজন্য বন্ধু পিয়াসের বৌভাতে পেঁয়াজ উপহার দেওয়ার ইচ্ছা জাগে। এ সময় অন্য বন্ধুরা এ বিষয়ে মতামত প্রকাশ করলে পেঁয়াজ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাজার থেকে এক কেজি পেঁয়াজ কিনে একটি বিশেষ উপহার বাক্স নবদম্পতির হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে বর পিয়াস বাংলানিউজকে জানান, আমার বিয়েতে যত পুরস্কার পেয়েছি সবচেয়ে মূল্যবান মনে করবো এ পেঁয়াজের উপহারটিকে! কারণ সারাদেশ বর্তমানে পেঁয়াজের ঝাঁজে অস্থির। হয়তো আমার বন্ধুদের এ পেঁয়াজ উপহার একটি নিরব প্রতিবাদও হতে পারে। ধন্যবাদ আমার বন্ধুদের ব্যতিক্রম এ উপহার দেওয়ার জন্য।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
আরআইএস/