মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষের বিভিন্ন রাজনীতিক, সামাজিক সংগঠন নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করবে।
রোববার সকাল সাড়ে ৭টায় সন্তোষ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলাউদ্দিন ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ-জিয়ারতের মাধ্যমে সারাদিনের কর্মসূচি শুরু হবে।
এদিকে ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা থেকে ভক্ত অনুসারীরা শনিবার (১৬ নভেম্বর) মাজার ও নাটখানায় সমাগত হয়েছেন।
বাউল-কবি গানের সুরে সন্তোষ ভাসানীর মাজার প্রাঙ্গণসহ পুরো এলাকা এখন মুখরিত হয়ে উঠেছে। এছাড়া মাজার প্রাঙ্গণ এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বসেছে বিভিন্ন সামগ্রীর মেলা।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসএইচ/