শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজশাহীর চারঘাটে মোজহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বার ক্ষমতায় আসেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করতে হবে শিক্ষকদের এ দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহীর সভাপতি শফিকুর রহমান বাদশা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার। এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ বাঘা উপজেলার সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।
এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার চারঘাট উপজেলার এক নম্বর ইউসুফপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন এবং গোবিন্দপুর দাখিল মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
পরে বাঘা উপজেলার কলেজ শিক্ষক সমিতির ‘ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসএস/আরআইএস/