শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বরগুনা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে তিন মণ কারেন্ট জাল জব্দ করে র্যাব-৮।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানের মালিকসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে, রাসেলকে ১ বছর, শামীমকে ৪ মাস, আব্দুর রবকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন।
পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রইস উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা শহরে বিভিন্ন দোকানে তল্লাশি করে নিষিদ্ধ তিন মণ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে এবং নিষিদ্ধ কারেন্ট জালগুলো পুড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসএইচ