রোববার (১৭ নভেম্বর) সকালে জেলা শহরের বাজারস্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক আনছার আলী, জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক নুর ইসলাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রচলিত আইনের বিরোধিতা করছি না। তবে শ্রমিকদের স্বার্থ পরিপন্থী ধারাগুলোর পরিবর্তন চাই। দুর্ঘটনার মামলায় ৩০৪ (খ) ধারার পরিবর্তন করে ৩০২ ধারা যাতে দায়ের না করা হয়। পুলিশি হয়রানি, মালিকদের বেআইনি কার্যকলাপ, শ্রম আইন না মানা, পথচারী ও যাত্রীদের আইন না মানাসহ সব অসংগতি দূর করে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।
শেষে প্রধানমন্ত্রী বরাবর ছয়টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কাছে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এসআরএস