রোববার (১৭ নভেম্বর) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত জিমিং একথা বলেন। কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের চিকিৎসার জন্য চীনের মেডিক্যাল টিম পাঠানো উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, চীনের ইউনান প্রদেশের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়াং হংবো, ইউনান প্রদেশের পিপলস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও চীনা মেডিক্যাল টিম লিডার লি বো প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত লি জিমিং বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তিনবার মন্ত্রী পর্যায়ের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হয়েছে।
চীনা রাষ্ট্রদূত জানান, কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের চিকিৎসার জন্য চীন মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই টিমের সদস্যরা সেখানকার স্থানীয় মানুষদের সেবা দেবেন।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
টিআর/এইচএ/