সোমবার (১৯ নভেম্বর) ভোর রাতে সীমান্ত পিলার ১০৯২ সংলগ্ন জিরো পয়েন্টের মারাংপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
মৃত উকিল মিয়া সিংগাবরনা ইউনিয়নের মেঘাদল গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, মেঘাদল গ্রামের বঙ্গ সুরজ মিয়ার ছেলে উকিল মিয়া গরু আনতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ প্রবেশ করেন। তখন বিএসএফ গুলি ছুঁড়লে উকিল মিয়ার বুকে লাগে হয়। তখন চোরাকারবারি দলের অন্য সদস্যরা উকিল মিয়াকে পানবাড়ি এলাকায় এনে ফেলে রেখে পালিয়ে যায়।
কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই বাংলানিউজকে জানান, এ ব্যাপারে দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এনটি