বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে সোমবার (১৮ নভেম্বর) সকালে নগরের ফকিরবাড়ী রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদররোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রসিদ ফিরোজ, বরিশালে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলার সভাপতি বাবুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সুশান্ত মুকুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শুধু পেঁয়াজই নয় গত দুই দিনে চালের দামও বেড়েছে। সারাদেশে প্রতিটি দ্রব্য মূল্য ক্রয় করা সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ না খেয়ে মারা যাবে। তাই অচিরেই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ ও সব প্রকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার জন্য আহ্বান বক্তারা। পাশাপাশি মূল্য কারসাজির সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচার দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমএস/আরআইএস/