ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে ফেসবুকে লবণের দাম বাড়ার গুজব, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
না'গঞ্জে ফেসবুকে লবণের দাম বাড়ার গুজব, আটক ১ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দাম বেড়ে যাবে গুজবে নিতাইগঞ্জের পাইকারি বাজারে লবণ বিক্রির হিড়িক পড়ে গেছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে লোকজন দোকানে ভিড় করে লবণ কিনতে থাকেন।

তবে বিক্রেতারা জানান, দাম বাড়ানোর বিষয়টি তাদের জানা নেই।

আগের দামেই লবণ বিক্রি করছেন তারা।

এদিকে, নিতাইগঞ্জে ফেসবুকে দাম বাড়ার গুজব ছড়ানোর অভিযোগে আবদুল করিম নামে এক যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, নিতাইগঞ্জে দোকানের সামনে দাঁড়িয়ে দাম বেড়ে যাবে প্রচারণার পাশাপাশি ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছে ওই যুবক। সে কারণে তাকে আটক করা হয়েছে।

নিতাইগঞ্জ এসআর ট্রেডিংয়ে বিক্রেতা বাবু মিয়া বাংলানিউজকে বলেন, ফেসবুকে একটি খবর বের হয়েছে যে লবণ সঙ্কট। কিন্তু বাজারে কোন লবনের সঙ্কট নেই। এ খবরের পর চাহিদার চেয়ে বেশি লবণ বিক্রি হয়েছে কিন্তু সেটিও পুরনো দামেই। ক্রেতারা ১০ বস্তার পরিবর্তে ৫০ বস্তা লবণ নিচ্ছে।

গোপলদী এলাকা থেকে আসা ক্রেতা আবু হানিফ জানান, তিনিও লবণ সঙ্কটের খবর ফেসবুকে জেনেছেন। কিন্তু বাজারে গিয়ে জেনেছেন যে এ খবর গুজব। সঙ্কট ও দাম বাড়ার কোন আশঙ্কা নেই। ওই বাজারে পুলিশের একটি দল টহল দিতেও দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।