এরইমধ্যে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে একটি দল নগরীর বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে তারা নগরের চকবাজার, বাজার রোড, হাটখোলা ও সদররোড এলাকায় অভিযান চালাচ্ছেন।
এসময় বিসিসি কর্মীরা ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলে তাদের সতর্ক করেন। পাশাপাশি গুজবে কান না দিয়ে নির্ধারিত মূল্যে লবণ কেনাবেচার আহ্বান জানান তারা।
বিসিসি জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, গুজব প্রতিরোধে আমরা সতর্ক ও সচেষ্ট রয়েছি।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএস/কেএসডি