ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাক মালিকদের ফের বৈঠক বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাক মালিকদের ফের বৈঠক বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ফটো

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে ট্রাক-কাভার্ডভ্যান মালিকদের বৈঠকে এখনো কোনো সমাধান হয়নি। 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২০ নভেম্বর) সারাদেশ থেকে পরিবহন নেতারা ঢাকায় এসে মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

এর আগে, সড়ক পরিবহন আইন স্থগিতসহ নয় দফা দাবিতে বুধবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ঐক্য পরিষদ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁও ট্রাক টার্মিনালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মনিপুরী পাড়ার বাসভবনে ট্রাক-কাভার্ডভ্যান মালিকদের বৈঠক অনুষ্ঠত হয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।