মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের কালিঘাট চালের পাইকারি বাজারের মকদ্দছ ব্রাদার্সে অভিযান চালিয়ে লবণের বস্তাগুলো জব্দ করেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এসময় আড়ৎ মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জি।
অভিযানিক দলের দেওয়া তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সুমন্ত ব্যানার্জি পুলিশ নিয়ে কালিঘাটে চালের আড়ৎ মকদ্দছ ব্রাদার্সে অভিযান চালিয়ে গোডাউনে চালের সঙ্গে লুকিয়ে রাখা ২৭৫ কেজি লবণ জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা করেন।
নামপ্রকাশ না করার শর্তে অভিযানে থাকা কোতোয়ালি মডেল থানার বন্দর বাজার ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা জানান, লবণের বস্তাগুলো সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরিয়ে নেওয়ার কথা ছিল। তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে এসব লবণ জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জির সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এনইউ/একে