মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলায় অভিযান চালিয়ে দোকানিদের এ জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় কাজিরহাট থানার পরিদর্শক (তদন্ত) আ. খালেকসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, বাড়তি দামে লবণ বিক্রি করায় মেহেন্দিগঞ্জে ১০ দোকানদারকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল মহানগরসহ সব উপজেলায় জেলা প্রশাসনের নির্দেশক্রমে গুজব প্রতিরোধ এবং পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিসহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসনের তৎপরতায় বাজার মনিটরিংয়ের পাশাপাশি বাজার স্বাভাবিক রাখতে চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ইউএনও আমিনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এমএস/ওএইচ/