বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। একই দাবিতে জেলার চৌরাস্তা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরাও ধর্মঘট করেছেন।
এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পর্যটকসহ অভ্যন্তরীণ রুটে চলাচল করা সাধারণ মানুষ।
ঢাকা থেকে আসা পর্যটক আবু জাফর হোসেন বাংলানিউজকে বলেন, পরিবার-পরিজন নিয়ে ভোরে ঢাকা থেকে লঞ্চে পটুয়াখালী পৌঁছে জানতে পারলাম অনির্দিষ্টকালের জন্য সব বাস চলাচল বন্ধ। এখন বাধ্য হয়ে বিকল্প হিসেবে বেশি ভাড়ায় অটোরিকশায় করে গন্তব্যে পোঁছাবো। বাস চলাচল বন্ধ থাকায় আমার মতো পরিবার নিয়ে অনেকেই পড়েছেন বিপাকে।
সকালে নাম প্রকাশে অনিচ্ছুক পটুয়াখালী বাস টার্মিনালের একাধিক শ্রমিকরা বাংলানিউজকে জানান, নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে জেলা বাস মালিক শ্রমিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের কারও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এসআরএস