বুধবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে এবং চাষাঢ়া রেলওয়ে স্টেশনে এমন দৃশ্য দেখা গেছে। সকাল থেকেই স্টেশনে ছিলো উপচেপড়া ভিড়, তিল ধারনের ঠাঁই ছিল না ট্রনের কোনো বগিতে।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকামুখী চাকরিজীবী রহমান মিয়ার সঙ্গে কথা হয় বাংলানিউজের। তিনি বাংলানিউজের বলেন, আমি ব্যাংকার। যতকিছুই হোক অফিসে যেতেই হবে। সড়ক ধর্মঘট দেখে যাতায়াতের জন্য ট্রেনকেই চেছে নিয়েছি। এছাড়া অন্য কিছু করার নেই। অনেক ভিড় তবুও কষ্ট করেই যেতে হবে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, সড়কে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে উপচেপড়া ভিড়ের কারণে সব লাইনে ক্লিয়ারেন্স নিয়ে ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। ৯টা ৩৫ মিনিটের ট্রেন ১০ টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ছেড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
ওএইচ/