মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনগত রাত নগরের উপকন্ঠ তেমুখী এলাকা ওই চোরাকারবারিদের আটক করা হয়।
সিলেট নগর পুলিশের উপ কমিশনার মিডিয়া জেদান আল মুছা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের কাছ থেকে ২৭৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ফোনের চালানটি ভারত থেকে সীমান্ত হয়ে দেশে আনা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৪ চোরাকারবারিকে আটক করে। এর আগেও তারা মোবাইলফোন চোরাচালানের মাধ্যমে এনেছিলেন।
ঘটনার সঙ্গে জড়িত আটক চারজন হলেন- সিলেট নগরের পশ্চিম শাহী ঈদগাহ অন্তরঙ্গ ৬৮ নম্বর বাসার মোশাররফ হোসেন খান (৩৮), দক্ষিণ সুরমার কায়েস্তরাইল এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৪), কাজিটুলা মক্তবগলির ৪৪ নম্বর হাফিজ মঞ্জিলের ফারুক মিয়া (৩৬) ও মাদ্রাসা রোডের মাহমদ আলীর বাসার জহিরুল ইসলাম সোহাগ (৩৯)।
জেদান আল মুছা আরও বলেন, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মোবাইলের চালানটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা কীভাবে আনা হলো এ বিষয়ে আটকদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময় ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এনইউ/এএটি